উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সহজে একটি দেশের উন্নয়ন করা যায়। ৫ আগস্টের পর সব ধর্মের মানুষকে নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। তিনি বলেন, আমরা হিন্দু-মুসলমান ভাইয়ের মতো একসঙ্গে যুগের পর যুগ চলে আসছি। সেই ধারাবাহিকতা মুরাদনগরে অব্যাহত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো সমস্যা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে।
কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সহজে একটি দেশের উন্নয়ন করা যায়: আসিফ মাহমুদ