ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিজেপি সরকার ১৪ জানুয়ারি মনোজ যাদভ নামে এক অমুসলিম সরকারি কর্মকর্তাকে রাজ্যের হজ কমিটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। ধর্মীয় বিষয় তদারককারী এই সংস্থার নেতৃত্বে অমুসলিম নিয়োগে ভারতীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ভারতীয় মুসলমানদের পারিবারিক আইন তদারককারী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড জানিয়েছে, তারা এই নিয়োগের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবে। মহারাষ্ট্রের মুসলিম নেতারা বলেছেন, হজ পালনের যাবতীয় বিষয় এই কমিটির মাধ্যমে পরিচালিত হয়, তাই এর প্রধান একজন মুসলিম হওয়াই উচিত। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই নিয়োগের মাধ্যমে সরকার মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে।
এছাড়া মহারাষ্ট্রের মুসলিম নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, হজের মতো ধর্মীয় বিষয়ে অমুসলিমকে প্রধান করা অবিশ্বাস ও বিভাজন বাড়াতে পারে।
মহারাষ্ট্রে হজ কমিটির প্রধান অমুসলিম হওয়ায় মুসলিমদের ক্ষোভ