Web Analytics

তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে এবং দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারেনি। রোববার সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রের এক মতবিনিময় সভায় তিনি বলেন, যারা নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার দাবি করছেন, তাদের প্রশ্ন ও আবদার সম্পূর্ণ অবান্তর। বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে বা দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আইপিএল নিয়ে প্রতিক্রিয়া দেখানোর অধিকার বাংলাদেশের নাগরিকদের আছে। আইনগত ভিত্তি বিবেচনা করে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়েও সরকার ভাবছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তার বক্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে যে, নিষিদ্ধ রাজনৈতিক দলের ওপর আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং বিদেশি ক্রীড়া সম্প্রচার নিয়ে জনমতের বিষয়েও সরকার সতর্ক অবস্থান নিচ্ছে।

04 Jan 26 1NOJOR.COM

বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ অসম্ভব বলে জানালেন উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!