জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও রাজনীতির টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ইসলাম ও ইসলামি আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও হবে। সোমবার সিলেটে এক প্রচার মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি ফ্যাসিবাদী আচরণ, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। নির্বাচন ও সংস্কারসহ ৭ দফা বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও রাজনীতির টার্নিং পয়েন্ট: জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ফখরুল