জামায়াত কর্তৃক মনোনীত চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী শাহজাহান মিয়া বুধবার হাইমচর উপজেলায় গণসংযোগ করেছেন। এসময় তিনি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করে দাড়িপাল্লায় ভোট চান। গণসংযোগকালে শাহজাহান মিয়া বলেন, সাম্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমাকে সুযোগ দিন। তিনি বলেন, আমি আশা করি আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনগণের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করব ইনশাল্লাহ। আশাকরি এলাকার উন্নয়ন হবে। একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।