এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়াকে ‘এজেন্সির খেলা’ হিসেবে অভিহিত করেছেন। রোববার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, যে দল স্বৈরাচার সৃষ্টি করেছে, তাদের যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইনের ফাঁকফোকর ব্যবহার করে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে।
দলের যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, সংস্কার ও বিচার নিশ্চিতকরণে জামায়াতে ইসলামী ও এনসিপি একে অপরের ‘ন্যাচারাল এলাই’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই জোটকে ইতিবাচকভাবে দেখছে। এর আগে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল মার্কিন দূতাবাসে নির্বাচন প্রস্তুতি, পরিবেশ ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করে এবং যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তার আশ্বাস পায়।
জাকারিয়া আরও জানান, প্রায় এক ঘণ্টার বৈঠকে উন্নয়ন অংশীদার হিসেবে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে এবং মার্কিন কর্মকর্তারা এনসিপির অবস্থানকে প্রশংসা করেছেন।
মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টিকে ‘এজেন্সির খেলা’ বলল এনসিপি