রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই খবর জানান। দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা খবরটি পেয়ে উল্লাসে ফেটে পড়েন এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে স্লোগান দেন।
২০১৭ সালে প্রস্তুতি ছাড়া সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই বিভিন্ন সংকট দেখা দেয়। এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং রাজধানীতে একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে।
সাত কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অনুমোদন