আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনৈতিকরা জানিয়েছেন, পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে তার ভূমি থেকে শীঘ্রই বিতাড়িত করবে। ইসলামাবাদের তালেবান দূতাবাস জানিয়েছে, তবে পাকিস্তান এখনো তাদের সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে শরণার্থীদের বহিষ্কারের পেছনের কারণ জানতে চাইলেও ব্যাখ্যা করেনি পাক সরকার। তবে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো দেশ থেকেই শরণার্থী বহিষ্কার করবে তারা। পাকিস্তান জানিয়েছে কেবল বৈধরা থাকতে পারবে। এতে আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে।