দীর্ঘ প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি গণসংবর্ধনা পান এবং রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান।
দলীয় সূত্র জানায়, লন্ডন থেকে দেশে ফিরে বিশ্রামের পর শুক্রবার থেকে তিনি আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। প্রথম দিন তিনি শেরেবাংলা নগরে বাবা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার তিনি আগারগাঁও নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।
এরপর তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে বলে দলীয় নেতারা আশা করছেন।
দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করছেন তারেক রহমান