চবি শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে বর্বরতার পেছনে থাকা দুই যুবকের নাম উঠে এসেছে। শিক্ষার্থীদের ধারালো রামদা দিয়ে কোপানো এক ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ ত্রিশাদ। তিনি ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের আহ্বায়ক। এদিকে স্থানীয়দের উসকানি দিয়ে সংঘর্ষে জড়ায় আরেক ছাত্রলীগ নেতা। জহির উদ্দিন চৌধুরী টিটু নামের এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা স্থানীয় লোকদের জড়ো করেন। তিনি ছাত্রদের ওপর হামলার নির্দেশনা দেন। ফেসবুকে উস্কানি দেন। বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, আমি নিজ চোখে দেখেছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের তাড়া করছে, দা দিয়ে কুপিয়েছে। তাদের হাতে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি সহ্য করার মতো না। তবে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতাদের এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
চবিতে সহিংসতার ঘটনায় দুই ছাত্রলীগ নেতার সন্ত্রাসী সম্পৃক্ততা চিহ্নিত করা গেছে। এরমধ্যে একজন রামদা দিয়ে কুপিয়েছে।