ডাকসু, রাকসু, চাকসু ও জাকসু যৌথভাবে সকল সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত ও পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত গেজেট থেকে কমিশনের সুপারিশপ্রাপ্ত ১৩ জন প্রার্থীকে বাদ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, এসব প্রার্থী কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখেছেন, তাই ফৌজদারি অপরাধের প্রমাণ না থাকলে তাদের নিয়োগ থেকে বঞ্চিত করা সংবিধান ও সুশাসনের পরিপন্থি। চার ছাত্র সংসদ আইন মন্ত্রণালয়, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও সরকারি কর্ম কমিশনের প্রতি আহ্বান জানায়—বঞ্চিতদের গেজেট সংশোধন, নিয়োগে মেধা ও যোগ্যতাকে একমাত্র মানদণ্ড করা এবং পুলিশ ভেরিফিকেশনের নামে অযথা হয়রানি বন্ধ করা। পাশাপাশি, বাদ পড়া প্রার্থীদের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
চার ছাত্র সংসদের দাবি মেধাভিত্তিক নিয়োগ ও পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ