ইসলামী প্রতীক দাড়ি ও টুপিকে ‘রাজাকার’ বা যুদ্ধাপরাধীর প্রতীক হিসেবে উপস্থাপনের প্রবণতার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ইসলাম ও মুসলমানদের প্রতীকের বিরুদ্ধে ঘৃণার প্রচার চলছে, যা জাতিকে বিভাজিত করছে।
তিনি অভিযোগ করেন, কিছু বাম ও হিন্দুত্ববাদী গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনার নামে ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে এবং ইতিহাস বিকৃত করছে। ইসলামাবাদী বলেন, অতীত সরকারগুলোও মুসলমানি পরিচয়কে লক্ষ্যবস্তু বানিয়ে বিভাজনের রাজনীতি করেছে। তিনি ইতিহাসবিদদের আহ্বান জানান, একাত্তরের যুদ্ধের নিরপেক্ষ ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে।
বিশ্লেষকদের মতে, হেফাজতের এই বিবৃতি বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ বয়ানের চলমান দ্বন্দ্বকে আবারও সামনে এনেছে, বিশেষ করে জাতীয় পরিচয় ও মুক্তিযুদ্ধের ব্যাখ্যা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে।
বিজয় দিবসে দাড়ি-টুপি রাজাকারের প্রতীক বানানোর তীব্র নিন্দা হেফাজতের