দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তাদের এনআইডি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, অভিযোগ ওঠা ব্যক্তিরা মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করে ক্ষুদ্রঋণ তহবিল থেকে অনুমোদনহীন গোল্ডব্রিকস প্রকল্পে ৮ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৩৭৭ টাকা স্থানান্তর করেছেন। আর এঅ্যান্ডপি ব্যাটারি প্রকল্পে সরানো হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৪৬৬ টাকা।
উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তাদের এনআইডি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।