ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় করা হয়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহণের সংখ্যা বাড়ছে। মহাসড়কটিতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তির নিশ্বাস ফেলে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ।
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় তিন কোটি ৩৮ লাখ টাকা