Web Analytics

মার্চ মাসে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই ‘রাজনৈতিক আত্মহত্যা’ বলেছেন। খবর বিবিসির! এক জরিপে উঠে এসেছে, ৫৯% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া ৪৯% উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় কোনো উত্থান আনতে পারেনি। তার দল লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বরং ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করাও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহু আস্থা সংকটে, জনগণ তাকে বিশ্বাস করে না।

29 Jun 25 1NOJOR.COM

৫৯ শতাংশ ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া ৪৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

Person of Interest

logo
No data found yet!