কম্বোডিয়ার মধ্যাঞ্চলের কাম্পং থম প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ১৬ জন নিহত ও ২৪ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত প্রায় ৩টার দিকে ওদ্দার মিনচে প্রদেশ থেকে রাজধানী ফনম পেনগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন এবং এটি সিয়েম রিপে যাত্রী তুলেছিল, যা কম্বোডিয়ার প্রধান পর্যটন কেন্দ্র। কর্তৃপক্ষের ধারণা, দুই চালকের একজন দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে উদ্ধার অভিযানের ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় ক্রেন দিয়ে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি তোলা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ বলা হলেও উদ্ধার শেষ হওয়ার পর তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। আহতদের কাম্পং থম প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় প্রায় ৭০০ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
কম্বোডিয়ার কাম্পং থমে সেতু থেকে বাস নদীতে পড়ে ১৬ জন নিহত ও ২৪ জনের বেশি আহত