লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিন নামে এক কারিগরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাঙামাটির চন্দ্রঘোনা থানার একটি দুর্গম এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ১ ডিসেম্বর তার ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
পুলিশ জানায়, নুর উদ্দিনের মালিকানাধীন 'নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং' ওয়ার্কশপে গোপনে অস্ত্র তৈরি করা হতো। পরে ৭ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একটি কবরস্থানের পাশে ঝোপের ভেতর থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়, যা ওই ওয়ার্কশপেই তৈরি বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধে অভিযান অব্যাহত রাখবে।
লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির অভিযোগে কারিগর নুর উদ্দিন গ্রেফতার