Web Analytics

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসন এখনো সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না এবং শৃঙ্খলা ফিরেনি। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান যাতে ফেনীর নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন কোনো পক্ষপাত না করে।

মঞ্জু বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ হলেও অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি বুদ্ধিভিত্তিক ও নীতিনির্ভর রাজনীতির আহ্বান জানান এবং পুরানো রাজনীতি পরিহারের কথা বলেন। বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে নির্যাতিত হলেও এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, যা তিনি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মীর হোসেন মিরু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান।

09 Jan 26 1NOJOR.COM

ফেনীতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় প্রকাশ করলেন এবি পার্টি চেয়ারম্যান

Person of Interest

logo
No data found yet!