Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তারা বলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এনসিপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

নাহিদ ইসলাম ও আখতার হোসেন জানান, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়েছেন। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বহুবার কারাবরণ ও দমন-নিপীড়নের মুখেও তিনি নিজের আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে আপস করেননি।

তারা আরও বলেন, খালেদা জিয়ার সংগ্রাম গণতন্ত্রের প্রতি অটল থাকার এক অনুপ্রেরণা। এনসিপি তার রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

30 Dec 25 1NOJOR.COM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপি নেতাদের গভীর শোক প্রকাশ

Person of Interest

logo
No data found yet!