সরকারি চাকরি সংক্রান্ত পূর্বের অধ্যাদেশ বাতিল করে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ শিরোনামে নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। পূর্বের অধ্যাদেশে ব্যবহৃত ‘অনানুগত্য’ শব্দটি নিয়ে বিতর্ক থাকায় তা বাদ দেওয়া হয়েছে। নতুন গেজেটে বলা হয়েছে, সরকারের ‘বৈধ আদেশ’ অমান্য করাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে। বুধবার রাতে জারি করা এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি চাকরি সংক্রান্ত পূর্বের অধ্যাদেশ বাতিল করে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ শিরোনামে নতুন গেজেট প্রকাশ করেছে সরকার।