পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার, ৬ জুলাই থেকে এই বন্ধ কার্যকর হয়েছে। তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার সকাল থেকে আবারও বন্দর কার্যক্রম চালু হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের পাসপোর্ট যাচাই ও যাতায়াতে সবধরনের সহায়তা প্রদান করা হচ্ছে যাতে পারাপার নির্বিঘ্ন হয়।
আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক