Web Analytics

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করছেন। ময়মনসিংহের ধোবাউড়ায় এ্যাব ও ভ্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ঘটলেই বাংলাদেশ স্বনির্ভর ও টেকসই হবে। অনুষ্ঠানের শুরুতে তিনি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন। প্রিন্স অভিযোগ করেন, আওয়ামী লীগের দুর্নীতি ও গণতন্ত্র হরণের কারণে দেশ ব্যর্থতার দিকে গিয়েছিল, তবে জনগণের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। তিনি বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি নির্বাচিত হলে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা, খাদ্য প্রণোদনা, বেকার ভাতা, কর্মসংস্থান ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানান তিনি।

30 Nov 25 1NOJOR.COM

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে মাস্টারপ্ল্যান নিচ্ছেন তারেক রহমান বলে জানালেন বিএনপি নেতা

Person of Interest

logo
No data found yet!