সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও ইকবাল হোসেন চৌধুরীর হস্তক্ষেপে স্থগিত হয়েছে। তারা ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচন স্থগিতের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানান তারা। বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং দলীয়ভাবে এর দায় অস্বীকার করে সাংবাদিকদের স্বাধীনতার প্রতি সম্মান জানান। ঘটনার তদন্তের আশ্বাসও দিয়েছেন তারা।
দিরাই প্রেস ক্লাব নির্বাচন বন্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকদের ক্ষোভ