শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন করেছে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী। ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ২৩ ডিসেম্বর পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৪৯ হাজার ৮৬১ জন, ‘বি’ ইউনিটে ২০ হাজার ৯৪৭ জন এবং উপ-ইউনিটে ১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী। আবেদন প্রক্রিয়া ৮ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জানিয়েছেন, আবেদন সময়সীমা আর বাড়ানো হবে না এবং চূড়ান্ত সংখ্যা ২৫ ডিসেম্বরের পর জানা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি (এ ইউনিট) ও ১৪ জানুয়ারি (বি ইউনিট) তারিখে, সিলেট ও ঢাকার নির্ধারিত কেন্দ্রে।
এ বছর মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে, যার মধ্যে ৭৭টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। মেধা তালিকা প্রস্তুত হবে ভর্তি পরীক্ষার নম্বর ও এসএসসি-এইচএসসি জিপিএর সমন্বয়ে নির্ধারিত ১০০ নম্বরের ভিত্তিতে।