Web Analytics

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতির নামে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর কলকাতার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি আত্মপরিচয় ও আত্মসম্মানের ভিত্তিতে নিজস্ব সংস্কৃতি চর্চার আহ্বান জানান। জাহিদুল ইসলাম বলেন, নতুন প্রজন্ম অন্ধ আনুগত্য ও জোরপূর্বক রাজনীতি মেনে নেবে না। নারীদের ও অমুসলিমদের বিষয়ে শিবিরবিরোধী সমালোচনাকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে অভিহিত করেন এবং ইসলামের উদারনীতির প্রতি শিবিরের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, শিবির ইতোমধ্যে ৩০ দফা শিক্ষা প্রস্তাবনা দিয়েছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশ শিক্ষা, গবেষণা ও কারিগরি খাতে বৈশ্বিক অগ্রগতি অর্জন করবে। অনুষ্ঠানে এক হাজারেরও বেশি নবীন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিবির নেতারা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের একাডেমিক ও দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেন।

21 Nov 25 1NOJOR.COM

বাকৃবিতে শিবির সভাপতির আহ্বান আত্মপরিচয় চর্চা ও অন্ধ আনুগত্যের বিরোধিতা

Person of Interest

logo
No data found yet!