কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কাজে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যানকে ধাক্কা দিলে দুই নারী শ্রমিক নিহত ও দুইজন আহত হন। নিহতরা হলেন বারুইপাড়া গ্রামের বিউটি খাতুন (৪০) এবং যুগীপোল গ্রামের লতিফা (৬৫)। বুধবার রাতে দুর্ঘটনার পর বিউটি খাতুন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান এবং বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতিফার মৃত্যু হয়। আহত তাসলিমা খাতুন (৪৫) ও রিতা খাতুন (৩৫) চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।