চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তার নিহত ও তিন সদস্যের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ডিএডি মো. মোতালেব নিহত হন এবং তিন র্যাব সদস্য আহত হন। নিহত কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গোলাম পরওয়ার আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসীদের নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই হামলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার ইঙ্গিত দেয়। তাই প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তার নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা