জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলায় এক সমাবেশে নতুন, সার্বজনীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ভোলাবাসীর জুলাই বিপ্লবে আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং গত বছর থেকে চলমান কোটা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। গ্যাস, হাসপাতাল ও অবকাঠামোর সমস্যাসহ স্থানীয় সমস্যা নিয়ে সরকারের ব্যর্থতাও আলোচনা হয়। কেন্দ্রীয় নেতাদের যৌথ সফরটি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভোলা সমাবেশে নতুন ও ন্যায়সংগত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন নাহিদ