গাজীপুরের শ্রীপুরে ভ্যানচালক সুরুজ আলীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। তাঁর ছোট ছেলে মো. সানাউল্লাহ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস–বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সীমিত আয় ও কঠিন জীবনযুদ্ধের মধ্যেও সুরুজ আলী ও তাঁর স্ত্রী আফরোজা খাতুন সন্তানদের পড়াশোনাকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁদের এই ত্যাগ ও অধ্যবসায়ের ফলেই আজ পরিবারের মুখে আনন্দের হাসি।
সানাউল্লাহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছেন এবং তাঁর সাফল্যের কৃতিত্ব দিয়েছেন মা–বাবার অক্লান্ত পরিশ্রমকে। নেত্রকোনা থেকে জীবিকার তাগিদে দুই দশক আগে গাজীপুরে আসা সুরুজ আলী প্রতিদিন ভ্যান চালিয়ে সংসার চালিয়েছেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল হান্নান সজল এই অর্জনকে সমাজের জন্য অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছেন।
সানাউল্লাহ ভবিষ্যতে চিকিৎসক হয়ে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান, যা তাঁর পরিবারের ত্যাগ ও মানবিক মূল্যবোধেরই প্রতিফলন।
গাজীপুরের ভ্যানচালক বাবার ছেলে মেডিকেলে চান্স পেয়ে পরিবারের স্বপ্ন পূরণ