বাংলাদেশের পে-কমিশন আগামী বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নবম জাতীয় পে-স্কেলের প্রতিবেদন জমা দেবে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনে শেষ সভা করবে। কমিশনের সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে পূর্ণমাত্রায় কার্যকর হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া বাড়বে না। ২০ থেকে ৯ম গ্রেডে আনুপাতিক হারে বাড়লেও ৮ম থেকে ১ম গ্রেডে কমবে, কারণ উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণের বেশি বাড়বে, আর সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার বেশি হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করা হয়েছে।
সরকার ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়িয়েছে, যা আংশিক বাস্তবায়নের অংশ। পুরো বাস্তবায়নে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে বলে কমিশনের হিসাব।
নতুন বেতন কাঠামো নিয়ে নবম পে-স্কেল প্রতিবেদন জমা দেবে পে-কমিশন