Web Analytics

যশোরের বাগআঁচড়ায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ওই নেতা হলেন—ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।‌ এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদারিত্বের চেষ্টায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায়ভার দল কখনও নেয় না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তিগত অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে, তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমরা মনে করি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই। সুনির্দিষ্ট অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করেন বহিষ্কৃত বিএনপি নেতা।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।