রবিবার সকালে ঢাকার কদমতলীতে বাসা থেকে ডেকে নিয়ে ১৮ বছর বয়সী সিএনজি চালক নাঈমকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি স্মৃতিধারা ৮নং গলির রাহেলা মঞ্জিলের পাশে ঘটে। তার মা জানান, তিনি কাজে যাওয়ার সময় ছেলে ঘুমাচ্ছিল। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। পুলিশ পুরনো শত্রুতার জেরে হত্যার সন্দেহ করছে এবং একজনকে আটক করেছে। এলাকাবাসী অপরাধ বৃদ্ধির জন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করেছেন।
ঢাকার কদমতলীতে বাসা থেকে ডেকে কিশোরকে কুপিয়ে হত্যা