পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাবার খাওয়ার পর শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তারা অসুস্থ বোধ করেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকের পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়।
কারখানা সূত্রে জানা গেছে, রাতের খাবার খাওয়ার পরপরই কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম জানান, অসুস্থ শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম জানান, ঘটনাটি খাদ্যে বিষক্রিয়ার কারণে ঘটতে পারে। বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঘটনার পর শ্রমিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ শ্রমিক এখন আশঙ্কামুক্ত।
ঈশ্বরদীতে প্রাণ কারখানার খাবারে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে