যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলের দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রবিবার আনাদোলু সংস্থার প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ব্যবহার করে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও জ্বালানি ডিপো ধ্বংস করেছে। দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার কথাও দাবি করেছে তারা।
অন্যদিকে, ইউক্রেন নতুন করে ভূখণ্ড হারানোর কথা অস্বীকার করেছে। কিয়েভের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, পোক্রোভোস্ক এলাকায় রুশ অবস্থানে বড় ধরনের পাল্টা হামলা চালানো হয়েছে এবং মিরনোরাদ থেকে রুশ সেনারা পিছু হটেছে। খারকিভের একটি বাধ ঘিরে রুশ সেনারা আটকা পড়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই নতুন দখল দাবি চলমান শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে এবং মস্কো ও পশ্চিমা মিত্রদের সম্পর্ক আরও উত্তেজিত করতে পারে।