Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে কোনো আরোপিত আইন বা আদেশ দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। শুক্রবার ঢাকায় নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত সমাবেশে তিনি বলেন, সংবিধান সংশোধন বা আইন প্রণয়ন কেবল সংসদের মাধ্যমেই হতে পারে, গণভোটের মাধ্যমে নয়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান। সালাহউদ্দিন নারীর কর্মঘণ্টা কমানোর প্রস্তাবের সমালোচনা করে বলেন, এতে নারীর কর্মসংস্থান হ্রাস পাবে। সভায় সেলিমা রহমানসহ অন্যান্য বিএনপি নেতারা নারী নির্যাতন বৃদ্ধির নিন্দা জানিয়ে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

15 Nov 25 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়নে সংসদের সার্বভৌমত্ব রক্ষায় অটল অবস্থান নিয়েছে বিএনপি

Person of Interest

logo
No data found yet!