বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) হাইকোর্টের রায়ের পর পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ সংসদীয় আসনের আগের সীমানা পুনর্বহাল করেছে। ৪ জানুয়ারি নির্ধারিত আপিল শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বুধবার সংশোধিত গেজেট প্রকাশ করেছে ইসি। আদালতের এই রায় ইসির সাম্প্রতিক আসন পুনর্বিন্যাসকে বাতিল করে পূর্বের সীমানা পুনঃপ্রতিষ্ঠা করেছে।
ইসি প্রশাসনিক অখণ্ডতা, জনসংখ্যার ভারসাম্য ও ভৌগলিক অবস্থান বিবেচনায় আসন পুনর্বিন্যাস করেছিল। তবে হাইকোর্টের রায়ে বাগেরহাটের মতোই পাবনা ও ফরিদপুরের আসনগুলো আগের অবস্থায় ফিরে গেল। ইসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার নাম ও সীমানা সংশোধন করা হয়েছে।
এই পরিবর্তন বেড়া, সুজানগর, নগরকান্দা, সালথা, ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার কিছু এলাকায় প্রভাব ফেলবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন সীমানা পুনর্বহাল স্থানীয় নির্বাচনী কৌশল ও ভোটার বিন্যাসে প্রভাব ফেলতে পারে, যা আসন্ন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাইকোর্টের রায়ের পর পাবনা ও ফরিদপুরের আসন আগের সীমানায় ফিরিয়ে নিল ইসি