জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং কর্তব্যরত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। ড. মঈন খান সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাস ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেন।
জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে দেখতে যান ড. আব্দুল মঈন খান।