পাবনার চাটমোহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গ্রাফিতিতে এক যুবকের মূত্রত্যাগের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। ‘মাতৃভূমি-৭১’ নামের একটি রিলসে দেখা যায়, সাদা প্যান্ট ও মেরুন জ্যাকেট পরিহিত এক যুবক গ্রাফিটির উপর মূত্রত্যাগ করছে এবং পাশে দাঁড়িয়ে আরেকজন সেটি ভিডিও করছে। ভিডিওটির সঙ্গে একটি গান যুক্ত করা হয়, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, ১ জানুয়ারি রাত একটার দিকে পাঁচ যুবক চাটমোহর উপজেলার প্রবেশদ্বারের কাছে অবস্থান নেয়। একজন চলে গেলেও চারজনের মধ্যে একজন মূত্রত্যাগ করে, একজন ভিডিও ধারণ করে এবং দুইজন পাশে দাঁড়িয়ে থাকে। ঘটনার পর তারা স্থান ত্যাগ করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
‘৩৬ জুলাই অমলিন’ সংগঠনের সদস্য মো. হাসানুজ্জামান সবুজ জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শহীদ ওসমান হাদির গ্রাফিতিতে মূত্রত্যাগের ভিডিওতে পাবনায় ক্ষোভ