রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে ইউক্রেনে রাশিয়ার নির্ধারিত লক্ষ্য কূটনৈতিক বা সামরিক—যে কোনো উপায়েই অর্জন করা হবে। বুধবার প্রদত্ত বক্তব্যে তিনি ইউক্রেনে একটি ‘নিরাপত্তা বাফার জোন’ গঠন ও সম্প্রসারণের পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন। পুতিন বলেন, রাশিয়া সংঘাতের মূল কারণগুলো কূটনৈতিকভাবে সমাধান করতে চায়, তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যদি বাস্তব আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে রাশিয়া সামরিক উপায়েই এগোবে।
তিনি দাবি করেন, রাশিয়া সব ফ্রন্টেই অগ্রসর হচ্ছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ স্বীকার করেছেন যে ইউক্রেনীয় বাহিনী কুপিয়ানস্ক শহর পুনর্দখলের চেষ্টা করছে, তবে তা ব্যর্থ হচ্ছে বলে জানান। অপরদিকে ইউক্রেন দাবি করেছে, তারা শহরটির প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
ইউরোপ প্রসঙ্গে পুতিন বলেন, ইউরোপীয় নেতারা জনগণকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের ভয় দেখাচ্ছেন। তিনি জানান, রাশিয়া যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে প্রস্তুত রয়েছে।
পুতিনের ঘোষণা—কূটনীতি বা সামরিক শক্তি, যেভাবেই হোক ইউক্রেনে লক্ষ্য পূরণ করবে রাশিয়া