বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে। অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু সদস্য সচিব এবং ড. কে. এম. আই. মন্টি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাবেন। মোট ১০১ সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত তরুণ প্রজন্মের সংগঠনকে আরও সক্রিয় করতে কাজ করবে।
বিএনপির মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হলেন ইশরাক হোসেন