বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঢাকার উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মিজানুর রহমান রাজ অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি মায়ের সঙ্গে প্রচারণায় অংশ নেন এবং পরবর্তীতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানিয়েছে, আগামী মাসে ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরতে পারেন। জন্মদিন উপলক্ষে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন।
তারেক রহমানের ৬১তম জন্মদিনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা মিজানুর রহমান