শেরে বাংলা মেডিকেলসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার নথুল্লাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। রোগী ও স্বজনরা হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকেড কর্মসূচি চলবে বলে জানান। এদিকে, ১৪তম দিনে কর্মসূচি গড়ালেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি।