পূর্বাচল সোসাইটির আহবায়ক ড. এ ওয়াই এম একরামুল হক বলেন, দীর্ঘ সময় পরেও প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ শেষ হতে এখনো অনেক বাকি। প্লট মালিকরা এখানে বসবাসের আশা প্রায় ছেড়েই দিয়েছেন। এই প্রকল্পের সমস্যা সমাধানে তার প্রস্তাবনা হলো, নিরাপত্তার জন্য দুটি থানা ও একাধিক ফাঁড়ি। বিদ্যুৎ লাইন সম্প্রসারণ। সুপেয় পানির সরবরাহ লাইন। সুয়োরেজ পয়:নিষ্কাশন ব্যবস্থা। রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ। সড়ক বাতি বসানো। শিক্ষা প্রতিষ্ঠান। মার্কেট নির্মাণ। হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ। বিনোদনের জন্য পার্ক ও খেলার মাঠ নির্মাণ করতে হবে। সমস্যা সমাধানে পূর্বাচলকে আলাদা ভাবে সিটি কর্পোরেশন করার বিকল্প নাই বলেও জানিয়েছেন!
পূর্বাচলের সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের বিকল্প নাই: একরামুল হক