বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের স্পষ্টভাবে বলেন, এখনই ভুল স্বীকার বা ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই—এসব চিন্তা পরে দেখা যাবে, যখন দেশে রাজনৈতিক স্থিতি ফিরে আসবে। তার কথায় আত্মবিশ্বাসের চেয়ে এক ধরনের ঔদ্ধত্য ফুটে ওঠে, যা সরকারের পতন নিয়েও অনুশোচনার অভাব প্রকাশ করে। ৫ আগস্টের ঘটনার সময় কীভাবে তিনি আত্মগোপনে ছিলেন তা বর্ণনা করে কাদের বলেন, এটি কোনো গণআন্দোলন নয়, বরং সাম্প্রদায়িক শক্তির উত্থান।
ক্ষমা প্রার্থনা নয় এখন, পরে দেখা যাবে—ঔদ্ধত্যপূর্ণ সুরে ওবায়দুল কাদের