সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও গণঅভ্যুত্থান কেন্দ্রিক মামলার আসামি আজিম সরকার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। আজিম সিকদারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। তিনি এলাকায় জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসেবে সব কাজ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন।
গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী গ্রেফতার