পঞ্চগড়ের মিরগড় এবং পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিকও রয়েছেন। শনিবার ভোরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ৬ জন নারী, ২ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। এ প্রসঙ্গে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, আটক বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।