চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতা বা সংসদের প্রলোভনে তরুণদের প্রভাবিত করা যাবে না। আওয়ামী লীগকে সমালোচনা করে তিনি রাজনৈতিক সহিংসতার শিকারদের ন্যায়বিচারের দাবি তোলেন এবং শেখ হাসিনা ও অন্যান্যদের বিচারের আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতার বদলে জনগণের প্রতি মনোযোগ দিন, নতুবা বহির্গমনের শিকার হতে হবে। পুলিশ প্রশাসনকেও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।