নোয়াখালীর হাতিয়ায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা হয়েছে। জানা গেছে, এলোপাথাড়ি ছোঁড়া ইট পাটকেলের আঘাতে মো. সাহেদ নামের একজন আহত হয়েছেন। এ প্রসঙ্গে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
হাতিয়ায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১