Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোককালীন সময়ে ঢাকায় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ৩১ ডিসেম্বর থেকে শুক্রবার ২ জানুয়ারি পর্যন্ত এই শোক পালন করা হবে। মঙ্গলবার ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে শোককালীন সময়ে নগরজুড়ে কিছু কার্যক্রম নিষিদ্ধের নির্দেশ দেয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক চলাকালে ঢাকায় আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এ ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

01 Jan 26 1NOJOR.COM

খালেদা জিয়ার রাষ্ট্রীয় শোকে ঢাকায় আতশবাজি ও জনসমাবেশ নিষিদ্ধ

Person of Interest

logo
No data found yet!