সাংবাদিক মুন্নি সাহা, তার মা, স্বামী ও ভাইয়ের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ আদেশ চেয়েছিল। অভিযোগ অনুযায়ী, অর্থগুলো বৈধ উৎস ছাড়াই উপার্জিত এবং বিদেশে পাচারের চেষ্টা চলছিল। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হিসাব জব্দ করা হয়েছে। এর আগে মুন্নি সাহা ও তার পরিবারের চার সদস্যের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ঘুষের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের ৩৩টি ব্যাংক হিসাব জব্দ